সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
আবুল ফয়েজ খান কামালঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে গত দুই দিনে ৩ শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। দুই দিনে ৩ শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে এক ধরনের আতংক দেখা দিয়েছে। পাঁচ সেপ্টেম্বর শনিবার সকালে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও আল মাহাব্বাহ্ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ২ শিক্ষার্থী শিপন মিয়া(১৪) ও তানবীর আহমদ (১৩) নিখোঁজ হন। নিখোঁজ শিপন মিয়া কুলাউড়া উপজেলার আলিনগর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে অপর নিখোঁজ তানবীর আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার নিছ ছওিশ গ্রামের ইমমাদুল ইসলামের ছেলে।
দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় মাদ্রাসা শিক্ষক হাফিজ রুকন আহমদ ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন শনিবার ভোরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে নিখোঁজ দুই শিক্ষার্থী মাদ্রাসা ভবনের বাহিরে গেলে তারা আর ফিরে আসেনি। নিখোঁজ দুই শিক্ষার্থী মাদ্রাসার বোডিংগে থেকে পড়া শুনা করতেন।
৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাড়ির আঙ্গিনা থেকেই নিখোঁজ হন উসমান আলি সরকারি প্রাথমিকবিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী সামিন অাহমদ (১১) তার পিতার নাম মনছুর আহমদ( ৪৯) গ্রাম দক্ষিণ শরিফ গঞ্জ কলেজ রোড।এই ঘটনায় ও ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে,ডায়েরি নং২৫৪। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোঃ বদরুজ্জামান বলেন ঘটনা নিশ্চিত হওয়ার সাথে সাথে আমরা আসেপাশের সব থানা গুলোতে নিখোঁজ বার্তা পাঠিয়েছি।এছাড়াও ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ বাচ্চা গুলোর সন্ধানে অনুসন্ধান চালাচ্ছে।