আবু সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

আবু সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চাঁদাবাজি মামলায় সিলেটের বহুল আলোচিত শ্রমিকনেতা আবু সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত। গত রোববার (৫ সেপ্টেম্বর) সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলা এ পরোয়ানা জারি করেন। সি আর ৩৩৬/২০১৯ নং মামলায় রাধিকা রঞ্জন দাশ উরফে আবু সরকারসহ ১১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

মামলাসূত্রে জানা যায়, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সিলেট জেলায় সর্বত্র ট্রাক থেকে বিভিন্ন হারে নামে বেনামে চাঁদাবাজি হয়ে আসছে। এমনকি ভোলাগঞ্জ, তামাবিল, জাফলং থেকে বিভিন্ন জেলা আগত গাড়িগুলো লোড নিলে ওভারলোডের কথাবলে গাড়ি আটকিয়ে আবু সরকারসহ অন্যান্য শ্রমিক নেতারা নির্দিষ্ট হারে চাঁদাবাজি করছেন। তাদের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে বিভিন্ন জেলার গাড়ি সিলেট আসতে অপারগতা প্রকাশ করায় এবং ট্রান্সপোর্ট ব্যবসা যেহেতু গাড়িগুলো সিলেট আসার উপর নির্ভরশীল তাই বাধ্য হয়ে ট্রান্সপোর্ট মালিক গ্রুপে ভারপ্রাপ্ত সভাপতি মো. সাহেদুর রহমান বাদি হয়ে গত বছরের ৩১ ডিসেম্বর আবু সরকারসহ ৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

 

আদালত ওই মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে ১১জনকে আসামি করে উল্লেখিত ধারাগুলোর প্রাথমিক ভাবে সত্যতা প্রমাণিত হয়েছে বলে রির্পোটে উল্লেখ্য করেন। সে হিসেবে রোববার আদালত এসএমপির দক্ষিণ সুরমা থানাকে আসামিদের গ্রেফতারির করে আদালতে হাজির করার নির্দেশ প্রদান করেন। কিন্তু রোববার আসামিগণ আদালতে হাজির না হওয়ায় মাননীয় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন।

 

উল্লেখ্য, শাহেদুর রহমান কর্তৃক উপরোক্ত চাঁদাবাজি মামলা দায়ের করায় আবু সরকারসহ তার সহযোগিরা ক্ষীপ্ত হয়ে দক্ষিণ সুরমা থানায় গত ১১ আগষ্ট ২০২০ইং তারিখে দক্ষিণ সুরমা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় শাহেদ গংরা আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন।
সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ২১৫৯ এর সভাপতি আবু সরকারের নানা অপকর্ম, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগি শ্রমিকরা।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728