সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পারুয়া গ্রামের দিনমজুর নুরুল হক দীর্ঘদিন ধরে যক্ষা সহ বিভিন্ন জটিল রোগে ভূগছেন। রোগে ভূগতে-ভূগতে নুরুল হক রীতিমতো হাড্ডিসার হয়ে গেছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মানবিক আবেদন জানিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। পরে বিষয়টি জানতে পেরে অসহায় নুরুল হককে বাঁচাতে এগিয়ে আসেন দেশ-বিদেশে থাকা হৃদয়বান ব্যক্তিরা। দিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা। মানুষের দেয়া সহায়তার অর্থ দিয়ে চলছে নুরুল হকের চিকিৎসা।
এরই ধারবাহিকতায় ৬ সেপ্টেম্বর রোববার যুক্তরাজ্য প্রবাসী দেলওয়ার হোসেন ভূইয়ার ব্যক্তি উদ্যোগে অসহায় নুরুল হকের চিকিৎসার জন্য নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রবাসী দেলওয়ার হোসেন ভূইয়ার পক্ষে ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া নুরুল হকের চিকিৎসার তত্বাবধানকারীদের মধ্যে জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিলের হাতে এ টাকা তুলে দেন। এ সময় সমাজকর্মী শহিদুল ইসলাম ভূইয়া, শিক্ষানুরাগী শামীম আহমদ, সাংবাদিক আলী জহুর, সমাজকর্মী গুলজার আহমদ, জামাল হোসেন, শিপন আহমদ, রাহি, কুহিনুর সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।