সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রেস্তোরাঁয় ক্রেতাদের আকর্ষণ করার জন্য কর্তৃপক্ষ নানান ভাবে জায়গাটাকে সাজান বা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন। কিন্তু ভাইরাল হওয়া এই রেস্তোরাঁর ভিডিওতে দেখা গেছে সেখানে ঘুরে বেড়াতে চিতাবাঘ।
দক্ষিণ আফ্রিকায় এমপুমালাঙ্গা প্রদেশে সিংগিটা এবনি লজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লজের খোলামেলা রেস্তোরাঁর এ প্রান্ত দিয়ে ঢুকে ওই প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটি। এমন ভাবে হেলতে-দুলতে সে হেঁটে যাচ্ছে, যেন এটি তার স্বাভাবিক বিচরণ ক্ষেত্র।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ক্রেতার খুব কাছ দিয়েই চিতাবাঘটি চলে যাচ্ছে। তবে কাউকে আক্রমণ করা তো দূরের কথা, কারও দিকে ফিরেও তাকায়নি সে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই চিতাবাঘটিকে আগেও আশপাশে ঘুরতে দেখা গেছে।