সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার উল্টে তিনজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় গুলিস্তানগামী একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি উল্টে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চালকসহ জন আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সাইনবোর্ডস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মহাসড়ক থেকে গাড়িটি সরানোর কাজ করছে।