আবুল ফয়েজ খান কামাল/ ফেঞ্চুগঞ্জঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জে ভুয়া ছিনতাই নাটক সাজাতে গিয়ে নিজের জালে নিজেই ধরা পরেছেন পিতা পুত্র। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পিতা পুত্র মিলে মিথ্যা ছিনতাই নাটক সাজিয়ে ছিলেন।জানা যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠপুরের পোস্ট মাস্টার আমজাদ হোসেনের পুত্র ডাকপিয়ন মোমিন হোসেন ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় নিজ এলাকায় ছিনতাইয়ের শিকার হন।ছিনতাইকারীরা মোমিনের কাছ থেকে তিরিশটি রেজিস্ট্রারী চিঠি, নগদ এক লক্ষ বিশ হাজার টাকা, কম্পিউটারের হার্ডডিস্ক ও মোমিনের পঞ্চান্ন হাজার টাকার দামের সামসাং এ ৫০ মোবাইল নিয়ে যায়, উল্লেখ করে স্থানীয় কয়েকজনের নামে থানায় সাধারণ ডায়েরি করেন পোস্ট মাস্টার আমজাদ হোসেন(৫১)।
অভিযোগ পেয়ে মালামাল উদ্ধারের জন্য পুলিশ নিয়ে অভিযানে নামেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান। রাতে পুলিশ টিমকে বিভিন্ন বাড়ীতে নিয়ে যায় ডাক পিয়ন মোমিন হোসেন (২৫)। মোমিনের আচরণ সন্দেহজনক মনে হলে মোমিনকেই পর্যবেক্ষন করতে থাকেন ওসি।এক পর্যায়ে বেড়িয়ে আসে আসল রহস্য। জিজ্ঞাসাবাদে ডাক পিয়ন মোমিন হোসেন স্বীকার করে প্রতিবেশি দশ বছরের এক শিশুর সাথে তার কথা কাটাকাটি হয়। মোমিন ঐ শিশুকে চড়থাপ্পড় মারে।
এ নিয়ে ঐ শিশুর অভিভাবকদের সাথে ঝগড়া হয় পিতা পুত্রের।প্রতিশোধ নেয়ার জন্য পিতা পুত্র মিলে সরকারি মালামাল ছিনতাইয়ের ঘটনা সাজান।ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোঃ বদরুজ্জামান বলেন, পোস্ট মাস্টার আমজাদ হোসেন ও তার ছেলে ডাক পিয়ন মোমিন হোসেন সরকারি মালামাল ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজিয়েছিল।কিন্তু পুলিশের চোখকে তারা ফাকি দিতে পারেনি।মিথ্যা অভিযোগ দায়ের করে নিরীহ জনসাধারণ ও পুলিশকে হয়রানির দায়ে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। পুলিশের বিচক্ষণতায় মিথ্যা অভিযোগ থেকে সাধারণ পরিবারগুলো রক্ষা পাওয়ায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনতা।