ওসমানীনগরে বেগমপুর-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

ওসমানীনগরে বেগমপুর-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন
৮৭ Views

প্রতিনিধি/ওসমানীনগর::

বেগমপুর-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবীতে বিবিয়ানা প্রোপার্টিজের চেয়ারম্যান এসএম মাসুদ আহমদ ও চাতলপাড়, রহমতপুর কালনিরচর এলাকাবাসীর উদ্যোগে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চাতলপাড় এলাকায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত পথ সভায় বক্তরা বলেন, ওসমানীনগরের বেগমপুর হতে জগন্নাথপুর সড়ক দিয়ে দুই উপজেলার লোকজন চলাচল করেন।দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার লক্ষাধিক বাসিন্দা।শুকনো মৌসুমে কোনমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের রহমতপুর, নুরপুর, লামা গাভুরটিকি, বেড়ারাই, চাতলপার, উত্তর কালানিচর, দক্ষিণ কালনিচরসহ জগন্নাথপুর উপজেলার প্রায় ২০ গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম সড়কটি। বর্তমানে সড়কটির বেহাল অবস্থায় এমন হয়েছে যে রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে অবহেলিত এলাকার বাসিন্দাদের। সড়কের একাধিক স্থানে সৃষ্ট গর্তগুলো ডোবায় পরিণত হয়েছে।গর্তগুলোকে প্রবাসীসহ স্থানীয়দের সহযোগিতায় একাধিক সময়ে সংস্কার কাজ করানো হলেও কয়েকদিনের মধ্যে গর্তগুলো আবারও পূর্বের আকার ধারণ করেছে। এলজিইডির তত্ত্বাবধানে চলতি বছরের প্রথম দিকে সংস্কার কাজ শুরু হলে এক মাসের মধ্যে অজানা কারনে তা বন্ধ হয়ে যায়।

 

এরপর এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আর কোন উদ্যোগ নেওয়া হয়নি। বক্তারা অবিলম্বে সড়ক সংস্কারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তব্য দেন, বিবিয়ানা প্রোপার্টিজের চেয়ারম্যান এসএম মাসুদ আহমদ,সাবেক ইউপি সদস্য আমুর আলী, হাজী মো. মোশাহিদ আলী, মাওলানা শাহাদাত হোসেন কাজল, শেখ মো. জুয়েল আহমদ, শেখ মো. লালা মিয়া, হাফিজ রাজেল আহমদ, আব্দুল আজিজ, মো. জমসের আলী, আব্দুল মালিক, মো. মক্রম উল্যা, আনোয়ার আলী, মো. লালন আহমদ, মো. আজির উদ্দিন, হাসমত উল্লা মুসলিম মিয়া, জুয়েল আহমদ, আনতই মিয়া, মঈন উদ্দিন, মতিন মিয়া, শেখ নূর মিয়া, আফাজ উদ্দিন, শেখ রুহেল আহমদ, গৌছ মিয়া, ইলিয়াস উদ্দিন, মসুদ আলী, আলী হোসেন, কাপ্তান মিয়া প্রমুখ।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031