দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য ২০১৬ সালের ৪ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্র দলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়। সেই সময় উপজেলায় ৮১ সদস্য এবং কলেজে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।সেই কমিটি ৪ বছরেও উপজেলা বা কলেজে পুর্নাঙ্গ কমিটি করতে পারেনি।চলতি বছরের ৫ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্র দলের কমিটি বিলুপ্ত করে সিলেট জেলা ছাত্র দল।
তার পর থেকে নতুন কমিটির জন্য তোড়জোড় শুরু হয়।অবশেষে ২১ সদস্য বিশিষ্ট ফেঞ্চুগঞ্জ উপজেলা কলেজ ছাত্র দলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এ কমিটি ঘোষণা করেন। অগামী ৬০ দিনের মধ্যে উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিট কমিটি এবং কলেজের পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা ও কলেজ ছাত্র দলের দায়িত্ব পাপ্তরা হলেন.. উপজেলা শাখায়ঃ আহবায়কঃমেহেদি হাসান রফি, যুগ্ম আহবায়কঃমোঃমাহবুবুর রহমান শাওন,
মোঃ মিজানুর রহমান মিথুন, মোঃহাফিজুল করিম সায়মন,ফারহানুর রহমান, রাহিবুল হাসান চৌঃসুজন,সাহেদ আহমদ,মোঃ মুহিবুর রহমান নাহিদ, শাহিন আহমদ, সদস্য সচিবঃ আল মারুফ শাহজাহান, সদস্যঃপ্রশেন্জিত চক্রবর্তী পল্লব, সালমান হোসেন, কাওছারুল ইসলাম, আলী মোঃইব্রাহীম,সাহেল আজিজ,হৃদয় হোসেন, রনি মিয়া,মোঃহোসাইন আহমদ,আব্দুল মালিক,জাহিদ হোসেন। সরকারি কলেজ শাখাঃ আহবায়কঃ ওবায়দুর রহমান সজল, যুগ্ন আহবায়কঃকাওছার আহমদ,পারবেছ আহমদ, ফাহাদ উদ্দিন গাজী, রাসেদ আহমদ সনি,সাজিদুল ইসলাম ফাহিম,রাহাত
খান,আজহার আহমদ খান,আজরফ আহমদ মাহী,শাহ আলম,বাবুল আহমদ,সদস্য সচিবঃ আদিল হোসেন সাকিব, সদস্যঃ সুমন আহমদ, সাব্বির হোসেন, আজিম উদ্দিন খান,জুয়েল মিয়া,মাহিদুল ইসলাম খান মান্না,সৈয়দ আবিদ,খায়রুল ইসলাম, আফজল আহমদ, সুমন মিয়া।