বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আয়শা বেগম (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত ফুল মিয়ার কন্যা।
স্থানীয় ও পুলিশ সৃত্র জানায়, নিহত আয়েশা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। ঘটনা দিন আয়েশা বেগম ছোট ভাকৈর গ্রামের তার মামা আব্দুল মজিদ কালা মিয়ার বাড়ীতে ছিল। শনিবার সকাল ১১টার সময় আয়েশার মামা আব্দুল মজিদের ঘরের একটি রুমে ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ীর লোকজন ঘরের দরজা বন্ধ দেখে অনেক সময় ডাকাডাকি করেন । এতে কোন সারা শব্দ না পেয়ে চালের উপরে উঠে দেখতে পান আয়শা বেগম ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঝুলে রয়েছে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নিয়ে এলাকায় চলছে ত্রীমূখি আলোচনার পাশাপাশি সমালোচনা। অনেকেই বলছেন, পুলিশ বিষয়টি যদি সঠিক ভাবে তদন্ত করে তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আজিজুর রহমান যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।