সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
শরিফা বেগম শিউলী/রংপুরঃঃ
রংপুর নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি কর্তৃক বিকৃতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানব বন্ধনের আয়োজন করে। মানববন্ধন অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষিন চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে গোটা জাতি উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন স্বার্বভৌম দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ যুক্ত হয়। সেই ভাষণ বিকৃতি করে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ধৃষ্টতা দেখিয়েছেন। এজন্য দল থেকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য জাহিদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিনাত হোসেন লাভলু ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, রংপুর মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সৈকত হোসেন, উপ দপ্তর সম্পাদক আরিফুল জামান, সমাজকল্যাণ সম্পাদক অনিক হোসেন, বেরোবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, রংপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম মানিক প্রমুখ। মানববন্ধনে অংশ নেন রংপুর জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা ও মহানগর, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেলা শাখা, শেখ রাসেল স্মৃতি সংসদ জেলা শাখা ও বাংলাদেশ অনলাইন এক্টিভিট ফোরাম সংগঠনের নেতৃবৃন্দ।