সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে দেড় লক্ষাধিক টাকা মুল্যের ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ-কালিপুর গ্রাম থেকে এসব ভারতীয় বিড়ি জব্দ করা হয়। গোপন সংবাদে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে কালিপুর গ্রামের মিলন মিয়ার বাড়ির উঠানে থাকা চাদরে ঢাকা একটি প্রাইভেট কার থেকে বিড়িগুলো জব্দ করে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেজাউল করিম বাদী হয়ে এ ব্যাপারে ছাতক থানায় একটি মামলা রুজু করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ সনজুর মোর্শেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।