সিলেট ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যকমিটির এক সভা মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালাবাজার স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি উজ্জ্বল ধর, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, সদস্য সিতু সূত্রধর, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন ।
সভায় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পূর্বক বক্তারা বলেন, প্রতিষ্ঠাকাল থেকে ওসমানীনগর প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া আদায়ের সোচ্ছার ভূমিকা পালনের পাশাপাশি সমাজের অনিয়ম-দুর্নীতের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখছে। স্বার্থান্বেষী মহলের রক্তচক্ষু উপেক্ষা করে কলম সৈনিকরা এলাকার মাটি ও মানুষের সেবায় আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।