সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হতে চান উপজেলা যুবলীগ নেতা সুহিন আহমদ। সুহিন আহমদ কাগজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, কাগজপুর জামে মসজিদ কমিটির সদস্যসহ একাধিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছোটবেলা থেকে সমাজ উন্নয়ণমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। এলাকার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গণের উন্নয়নে নিজের সাধ্যমত অব্যাহত ভাবে সহায়তা করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে এলাকার যুব সমাজকে উদ্ভুদ্ধ করছি। গরিব-দুখী মেহনতি মানুষের সেবা করতে এলাকাবাসীর আহ্বানে আসন্ন সাদিপুর ইউনিয়নের উপনির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করছি দল আমাকে মনোনীত করবে।