প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের সাংবাদিকদের প্রাচীন সংগঠন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাবের উকিল পাড়াস্থ কার্যালয়ে সাধারণ সভা শেষে প্রত্যক্ষভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ৩৩ জন ভোটারের নিরঙ্কুশ ভোটের মাধ্যমে সভায় সভাপতি পদে অ্যাডভোকেট শাহানা রব্বানী, সিনিয়র সহসভাপতি পদে বিজন সেন রায়, সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ শেরগুল আহমদ, নির্বাহী সদস্য পদে রওনক বখত, অ্যাডভোকেট ফজলুর রহমান মিসবাহ এমপি, দপ্তর সম্পপাদক পদে শহীদ নূর আহমেদকে বীনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
অন্যান্য ১০পদে নির্ববাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে মাহবুবুর রহমান পীর,যুগ্ম সম্পাদক পদে আমিনুল হক,কোষাধক্ষ পদে ফোয়াদ মনি,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুুুল ইসলাম শ্যামল,সদস্য পদে মাসুুুম হেলাল, বিশ্বজিৎ সেন পাপন,অরুণ চক্রবর্তী ও ফরিদ মিয়া নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সভাপতি পদে অ্যাডভোকেট শাহানা রব্বানী, সিনিয়র সহসভাপতি পদে বিজন সেন রায়, সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ শেরগুল আহমদ। নির্বাচন শেষে সভাপতি পদে অ্যাডভোকেট শাহানা রব্বানী জন্ম দিনের কেক কাটেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সুনামগঞ্জ জেলার উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব সরকার অনুমোদিত ও রেজিষ্ট্রেশন ভুক্ত। ১৯৬২ সালে যা গঠিত হয়। যার এক মাত্র কার্যালয় শহরের উকিল পাড়ায়।