সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর খাটের বারিতে স্ত্রী আফিয়া বেগম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী রাজু মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের বাড়ি বিশ্বম্বরপুর উপজেলার কাটাখালি গ্রামে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের মাদ্রাসা পয়েন্ট এলাকার একটি কলোনীতে ভাড়া বসবাস করে আসছিল।
স্থানীয়রা জানান, ২১ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিকশাচালক স্বামী রাজু মিয়া উত্তেজিত হয়ে বসার খাট দিয়ে মাথায় বারি ও দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার স্ত্রী আফিয়া বেগমের মৃত্যু হয়। যদিও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় থানা পুলিশ ঘাতক স্বামী রাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই রাজিব রহমান।