সিলেট ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগররের সাদিপুর ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযুদ্ধা ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন আহমদ মনোনয়ন পত্র জামা দিয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আওয়ামীলীগ নেতা হারুন মিয়া, আব্দুর রব গেদা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, যুব ক্রিড়া সম্পাদক মুকিত মিয়া, আওয়ামীলীগ নেতা, রজব আলী, ইসমাইল আলী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের দলীয় শতাধিক নেতাকর্মী। অনান্যদের মধ্যে যারা মনোয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিএনপি মনোনিত প্রার্থী আব্দুর রব আল-মামুন,স্বতন্ত্র প্রার্থী প্রবাসী মো. গোলাম কিবরিয়া,স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ।
মনোনয়ন পত্র জমা দিয়ে কবির উদ্দিন আহমদ বলেন, আমি একজন মুক্তিযুদ্ধা এবং এর আগেও একাধিকবার আমি সাদিপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। সাধারণ জনগন ও ইউনিয়নের উন্নয়নের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রতিকে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ করে দিয়েছেন আমি আশাবাদি আমার বিগত দীনের ভুল ক্রুটি ক্ষমা করে দিয়ে উন্নয়নের স্বার্থে সাদীপুর ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তা আবু লায়েছ মো: দুলাল বলেন, ২৩ সেপ্টম্বর বুধবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছে। আশা করছি উৎসব মুখর পরিবেশে সাদিপুর ইউনিয়নের উপ নির্বাচন সম্পন্ন হবে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। তিনি আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকে নির্বাচনে অংশ গ্রহন করছেন।
প্রসংঙ্গত,সাদিপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিলো ২৩ সেপ্টেম্বর বুধবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।
ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুর রব চলতি বছরের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |