বিশ্বনাথে ইউপি নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

বিশ্বনাথে ইউপি নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

 

  প্রতিনিধি /বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীরা বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, ঐ ওয়ার্ডের প্রয়াত মেম্বার মো. ছোরাব আলীর ভাতিজা মো. আব্দুল হক, উপজেলা বিএনপি নেতা মো. মতছির আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রমজান আলী, মো. আরকান আলী রাজা ও শ্রমিক লীগ নেতা মো. রুহুল আমিন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য রয়েছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছোরাব আলীর মৃত্যুবরণ করলে ঐ ওয়ার্ডের সদস্য পদ শুন্য হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930