প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন প্রশাসন। একই সাথে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিমের নেতৃত্বে ও র্যাব-৯ এর কমান্ডার আহমেদ নোমান জাকির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট মোঃ ছানোয়ার হোসেনের সহযোগিতায় ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাজারের ফজর স্টোরের দোকান ও বাসা থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এবং আনুমানিক ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধির জিম্মায় দেয়া হয়েছে। এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মুমিন ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।