প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল আহমদের দাদা হাজী মো. কুটি মিয়া আর নেই। তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তাজপুরস্থ প্যারাডাইস ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাইপু মাওলানা আব্দুল আহাদ। জানাযার নামাজ শেষে মরহুম হাজী মো. কুটি মিয়া-কে রাজবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।