ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবনধসে ৩ শ্রমিক নিহত

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবনধসে ৩ শ্রমিক নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন– শফিকুল (২২) ও ইনসান (২২)। দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জে। অপরজনের পরিচয় জানা যায়নি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া।

তিনি জানান, ধানমণ্ডির ৩২ নম্বরে আহসানিয়া মিশনের পেছনে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করার সময় ব্যালকনি ধসে পড়ে।

এতে তিন শ্রমিক পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Spread the love

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930