সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
প্রতিনিধি/বাগেরহাটঃঃ
বাগেরহাটের ফকিরহাটে আকষ্মিক অগ্নিকান্ডে মেসার্স সাব্বির ফুড নামের একটি বেকারী কারখানা পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে কারখানা মালিকের প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার গভীর রাতে লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামে এঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ১২টার সময় হঠাৎ করে কারখানার পিছনের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষন বেকারী কারখানাটি সম্পূর্ণরুপে পুড়ে ভস্মিুভুত হয়।
কারখানার মালিক মোঃ রফিকুল ইসলাম বলেন, কারখানাতে ১টি এ্যাপাসি মোটর সাইকেল, মালামাল বহনের জন্য ২টি অটো ভ্যান, ৫টি ড্রামে থাকা তৈল, ২০বস্তা ময়দা ও আটা সহ বিপুল পরিমানে বিভিন্ন প্রকার মালামাল পুড়ে যায়। এতে তার প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।