ছাতক পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে আবুল কালাম চৌধুরীর বিকল্প নেই

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

ছাতক পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে আবুল কালাম চৌধুরীর বিকল্প নেই

প্রতিনিধি/ছাতকঃঃ
আসন্ন ছাতক পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগ ওছাত্রলীগের ব্যানারে শুক্রবার রাতে শহরের মন্ডলীভোগস্থ অটো রাইসমিলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পৌরসভার ধারাবাহিক উন্নয়ন ও নাগরীক সুবিধা অব্যাহত রাখতে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর কোন বিকল্প নেই।

 

বক্তারা আরো বলেন, মুজিব আদর্শের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্তাভাজন ব্যক্তি এবং একজন সাদা মনের সৎ মানুষ হিসেবে বিগত তিনটি পৌর নির্বাচনে টানা তিনবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসী ভালবাসায় সিক্ত হয়েছেন। আসন্ন ছাতক পৌরবাসীর আকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দিয়ে আবারো মেয়র পদে আবুল কালাম চৌধুরীকে নির্বাচিত করার আহবান জানান বক্তারা।

 

উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি।

 

বক্তব্য রাখেন, মৃদুল দাস, টুটুল মিয়া, রিয়াদ চৌধুরী, সম্রাট চৌধুরী, খোকন মিয়া, আফজাল আহমদ সানি, আহসান আহমদ, আলী চৌধুরী, সুইট দাস, সৌরভ দাস, চয়ন দে, সাগর আহমদ, রেজাউল, জোবায়ের আহমদ, বায়োজিদ আহমদ, লবিব মিয়া, আমির আলী, সোহাগ আহমদ, শাহ আলম, অমিত আহমদ, সাজ্জাদ হোসেন, রুখন মিয়া, সাইদ মিয়া, মিজানুর রহমান, তুহিন আহমদ, সাহেদ আহমদ প্রমুখ। সভার শুরুতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি, শিক্ষানুরাগী শাহীন চৌধুরী অকাল মৃত্যুতে গভরি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930