ওসমানীনগরে পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

ওসমানীনগরে পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার তাজপুরের হরিপুরস্থ শিব মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিরঞ্জন সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডি.কে জয়ন্ত’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক চয়ন পাল, প্রাক্তন শিক্ষক ভাগবত আলোচক বিষ্ণুপদ গোপ্ত, ঐক্য পরিষদের অন্যতম নেতা শিক্ষক প্রতাপ চন্দ্র তালুকদার, বাংলাদেশ সহ-শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, শিক্ষক জ্যোতিরময় চক্রবর্তী, পূজা পরিচালনা কমিটির পক্ষ থেকে নিধীর রঞ্জন সূত্রধর,উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, সাধারণ সম্পাদক দেবব্রত দে শিমুল, ঐক্য পরিষদ নেতা রতিশ সূত্রধর,তরনী বিশ্বাস, গোপাল দাস, সজল দেব। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের নেতা রিংকু চক্রবর্তী, মোহন দেব, রবিন দেব পিংকু, ও প্রত্যেক মন্দির কমিটির সভাপতি/সম্পাদক উপজেলা ও আট ইউনিয়ন থেকে আগত বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আমাদের সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ অনুষ্ঠান হচ্ছে শারদীয় দূর্গোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও মায়ের আরাধনায় ব্রতি হয়েছি আমরা। তবে অন্য বছরের মত স্বাভাবিক ভাবে এবার আমরা পূজার সাজ রব করতে পারবো না। কারণ বৈশ্বিক করোনা ভাইরাস এখনো পুরোদমে শেষ হয়নি। এজন্য আসন্ন পূজাকে কে কেন্দ্র করে সরকার এবং আমাদের পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে বিধি নিয়ম দেওয়া হয়েছে। আশাকরি সকলেই এই নিয়ম গুলো মেনে আমরা মায়ের স্বাত্তিক পূজায় ব্রতি হবো।
বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল সি আর দত্ত (বীর উত্তম), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিঃ হিউবার্ট গোমেজ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড.নিরঞ্জন কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি রামেন্দ্র বড়ুয়া’র বিদেহী আত্মার শান্তি কামনা করে, দেশ ও জাতির মঙ্গলার্থে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930