সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নিখোঁজের একদিন পর সিলেটের বিশ্বনাথের রহমান নগরের বৈরাগীবাজার গ্রামের একটি পরিত্যক্ত ডুবা থেকে রবিউল ইসলাম (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল রহমান নগরের বৈরাগীবাজারের আকবর আলীর ছেলে।
খবর পেয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্বনাথ থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সূত্র জানায়, সম্প্রতি বৈরাগীবাজারের গরু চুরির একটি ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পায় রবিউল ইসলাম। এরপর সালিশের আয়োজন করা হলে রবিউল চুরির বিষয়টি অবগত করে। ওই চুরির সাথে যারা জড়িত ছিলো তাদের নামও জানায় সে। রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে রবিউল ইসলাম নিখোঁজ হন।
এরপর অনেক খোঁজাখুজি করে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজে পাননি। মঙ্গলবার (১৩ অক্টোবর) রবিউলের লাশ ডুবায় ফেলা দেখে পুলিশকে খবর দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা। তিনি বলেন, পুলিশ রবিউল ইসলাম নামের এক শিশুর লাশ ডুবা থেকে উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত।