প্রতিনিধি/ গোলাপগঞ্জ :
গোলাপগঞ্জে দেশব্যাপী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে উপজেলা জাতীয় পার্টি, পৌর ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১১ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রউফের সভাপতিত্বে ও সদস্য সচিব আসজাদুর রহমান রুম্মানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল করিম পাখি, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুরুল আম্বিয়া, সদস্য উসমান শামীম, লতিব সরকার, সিরাজ উদ্দিন, জালাল আহমদ,
শিহাব উদ্দিন, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জমির উদ্দিন, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জাতীয় যুব সংহতির সদস্য সচিব দেলোয়ার হোসেন মাহমুদ, সদস্য রাসেল আহমদ, ছালে আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ধর্ষন ও নরী নির্যাতনকারী যেই হোক তাকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকের পরিচয় সে ধর্ষক আর কোন পরিচয় হতে পারেনা।