ওসমানীনগরের ইলিয়াস পত্নী লুনা’র প্রচারণায় ধানের শীষের জোয়ার

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

ওসমানীনগরের ইলিয়াস পত্নী লুনা’র প্রচারণায় ধানের শীষের জোয়ার

প্রতিনিধি/ওসমানীনগর::

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্ঠা,নিখোঁজ বিএনপি নেতা, সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন‘বর্তমান সরকার গুমের সরকার, ধর্ষণের সরকার, লুটপাটের সরকার। এ সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরাপরাদ লোকদের হত্যা করছে। এ সরকারের কাছে দেশের মা-বোন থেকে শুরু করে কেউই নিরাপদ নয়। তাই ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। সরকার বৃহত্তর সিলেট অঞ্চলের প্রিয় নেতা এলাকার মাটি ও মানুষের বন্ধু এম. ইলিয়াস আলীকে গুম নাম কারাগারে বন্দি করে রেখেছে। সরকারের যাবতীয় অপকর্মের জবাব দিতে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই।’

 

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্ঠা, কেন্দ্রিয় বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম ইলিয়াস আলীর পত্মী তাহসিনা রুশদীর লুনা শুক্রবার বিকেলে ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন উপ-নির্বাচনের দলীয় প্রার্থী আব্দুর রব আল-মামুনের সমর্থনে ইউনিয়নের কালনিচর, রহমতপুর চাতলপার বেগমপুর ও শেরপুর বাজারে অনুৃষ্টিত নির্বাচনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় দলীয় নেতা-কর্মীদের আগামী ২০ অক্টোবর সাদিপুর উপ-নির্বাচনের প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তাহসিনা রুশদিও লুনা বলেন, পরের দিনের ভোট আগের রাতে হওয়ার সুযোগ দিবেন না।

 

 

ভোটার বিহিন ভোটেও কাউকে জয়ী হতে দেওয়া হবে না। এ সরকার জনবিচ্ছিন্ন। সরকার জনরায়কে ভয় পায়। তাই তারা স্বচ্ছা ভোটের আয়োজন না করে কারচুপির মাধ্যমেই জয়ী হতে চায়। দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবার আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিএনপির প্রতিক, খালেদা জিয়ার প্রতিক, ইলিয়াস আলীর প্রতি ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি জয়ী হলে এলাকা বাঁচবে, মানুষ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে।’ শেরপুর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম মানিক। উপজেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া ও ছাত্রদল নেতা সৈয়দ হুমায়েল আহমদ ও এমদাদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি তাহসিনা রুশদীর লুনা।

 

বিশেষ অতিথি ছিলেন,সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম জায়গীরদার,ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনূল হক চৌধুরী,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক জরিদ আহমদ, বিএনপি নেতা সৈয়দ মোতাহির আলী, আব্দুল মালিক মেম্বার, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, বিএনপি নেতা এস এম মাসুদ আহমদ, সৈয়দ এনায়েত হোসেন, শাহাব উদ্দিন সুহেল, রায়হান আহমদ,আব্দুল রউফ আবদুল, সৈয়দ এনামুল হক পীর, বিশ্বনাথ বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বালাগঞ্জ বিএনপি নেতা আলা উদ্দিন রিপন, যুবদল নেতা আহবাব হোসেন, ইসলাম উদ্দিন, কবির খান, আবু খয়ের চৌধুরীু, শিপু চৌধুরী, মাসুদ আহমেদ, আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহজাহান আলী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

 

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031