সিলেট ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে সহোদর দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার স্বল্প দশাল এলাকায় এই ঘটনাটি ঘটে।নিহতরা হচ্ছে, উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত মোঃ হেকিমের ছেলে স্বপন (২২) ও রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মুকলেছ (২৮)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহতা ইউনিয়নের গ্রাম স্বল্প দশাল গ্রামে ট্রেন লাইনের কাছে মাছ ধরার জন্য সেলু মেশিন দিয়ে পুকুর সেচ দিচ্ছিল। পরে রাত ৪টার দিকে শরীরে ক্লান্তি আসায় তারা ট্রেন লাইনের উপর ঘুমিয়ে পড়ে। এসময় সেলু মেশিনের শব্দে ট্রেন আসায় শব্দ শুনতে পায়নি। ফলে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |