নিক্সন চৌধুরীর জামিন শুনানি দুপুরে

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

নিক্সন চৌধুরীর জামিন শুনানি দুপুরে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় আগাম জামিন চেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর করা আবেদনের ওপর আজ দুপুরে শুনানি হবে।

মঙ্গলবার নিক্সন চৌধুরীর আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেন।

 

নিক্সন চৌধুরীর জামিন আবেদনটি গত রোববার হাইকোর্টে জমা দেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, যা আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। মঙ্গলবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী শাহদীন মালিক বলেন, আবেদনটি কার্যতালিকার ৩৯৮ ক্রমিকে রয়েছে।  সামনে এগিয়ে আনার আরজি জানাচ্ছি।

 

পরে আদালত আজ বেলা দেড়টায় শুনানির সময় নির্ধারণ করেন। আদালতে শাহদীন মালিকের সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। জামিন আবেদনের শুনানি উপলক্ষে নিক্সন চৌধুরী আজ সকালে আদালত প্রাঙ্গণে আসেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালাগাল ও হুমকির অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে নির্বাচন কমিশন। চরভদ্রাসন থানায় করা মামলাটির বাদী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

 

মামলাটি তদন্তের জন্য থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।চরভদ্রাসন উপজেলা উপনির্বাচনে জেলা প্রশাসককে ‘দাঁতভাঙা জবাব’ দেয়ার হুমকি এবং চরভদ্রাসনের ইউএনওর ফোনে কল করে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উদ্দেশে নিক্সনের গালাগালের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে নিক্সন চৌধুরীর দাবি– ওই অডিও-ভিডিও ‘সুপার এডিট’ করা। তিনি কাউকে গালাগাল করেননি।

 

মামলাটি হলে চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম জানিয়েছিলেন, মামলাটি তদন্তের জন্য থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। দ্রুত সময়ে মামলার তদন্ত শেষ করা হবে।

Spread the love

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930