সিলেট ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্ক::
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর দারুল উলুম কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাসিমকে (৯) বেধড়ক মারপিট করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঐ মাদরাসার দুই শিক্ষক মাজেদ হোসেন ও শাহিন হোসেনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে এ নির্যাতনের ঘটনা ঘটলে পুলিশ রাতে অভিযান পরিচালনা করে।
আহত মাদরাসা ছাত্র নাসিমের পিতা উপজেলার কাশিপুর মাঝেরপাড়ার আলাউদ্দিনের অভিযোগ, বুধবার দুপুরে মাদ্রাসার শিক্ষক মাজেদ হোসেন সামান্য ঘটনায় তার ছেলে নাসিমকে বেধড়ক মারপিট করে শ্রেণিকক্ষে আটকে রাখে। পরবর্তীতে জোহরের নামাজের সময় তাকে নামাজ পড়ার জন্য ছেড়ে দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষক শাহিন হোসেন তাকে ধরে পুনরায় মারপিট করে এবং আবারো আটকে রাখে।
খবর পেয়ে এলাকাবাসী এসে সন্ধ্যায় তাকে উদ্ধার করেন।অভিযুক্ত দুই শিক্ষক বলেন, নাসিম মাদরাসায় প্রায়ই অনুপস্থিত থাকে। আবার যদিও মাদরাসায় আসে ক্লাস না করে পালিয়ে যায়। এজন্য তাকে একটু ভয় দেখিয়েছি। হয়তো বেত্রাঘাত করার সময় হাতে বেকাদায় লেগে গেছে। এটা আমাদের করা ঠিক হয়নি।
জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আহত মাদ্রাসা ছাত্র নাসিমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা রাতেই অভিযান দুই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |