এলাকার উন্নয়নে নৌকার বিজয়ের বিকল্প নেই : মুহিবুর রহমান

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

এলাকার উন্নয়নে নৌকার বিজয়ের বিকল্প নেই : মুহিবুর রহমান

প্রতিনিধি/বিশ্বনাথ ::

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত দশঘর ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার প্রতীক ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ে ইউনিয়নবাসী উন্নয়নের পাশাপাশি পাবেন শান্তিতে ও নিরাপত্তার সাথে বসবাসের শতভাগ নিশ্চয়তা। নৌকার বিজয়ে ইউনিয়ন থেকে দূর হবে বিগত দিনের অনিয়ম-দূর্নীতি ও লুটপাঠ। সর্বোপুরি সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

 

তিনি শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে গণসংযোগ শেষে দশঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে নিয়ে নোয়াগাঁও গ্রামের মাস্টার মখলিছুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা সুজাদ মিয়া।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য মখদ্দুছ আলী, মানিক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ইউনিয়নের সাবেক মেম্বার আবদুুল কাদির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, ১নং ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, যুবলীগ নেতা হাজী কামাল হোসেন।

 

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী সমুজ মিয়া, ইউসুফ আলী, জিতু মিয়া, আবদুল মুমিন, আফরোজ আলী, আলাউদ্দিন, মজম্মিল আলী, ইছহাক আলী, মর্তুজ আলী, ছিদ্দেক আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, শ্রমিক লীগ নেতা রবিউল ইসলাম, যুবলীগ নেতা ইউসুফ আলী, শহিদুজ্জামান সেলন, জিয়াউর রহমান জিয়া, শাহ আরম খোকন, জাবেদ আহমদ, জালাল মিয়া, তুরণ মিয়া, প্রবাসী আবদুল কাইয়ুম, সায়েদ আহমদ, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন, কাওছার আবেদীন, রায়হান আহমদ, হাসান আহমদ, সাকিব হাসান কাইয়ুম, মুর্শেদ আলী, মাছুদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930