সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ফ্রান্সের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফরাসি পণ্য বর্জনের আহব্বানে লিফলেট বিতরণ করছেন ওসমানীনগরে উদ্দীপ্ত যুব সংঘের নেতৃবৃন্দরা। শুক্রবার বিকালে সংগঠনের পক্ষ থেকে উপজেলার প্রধান প্রধান বাণিজ্যিক প্রানকেন্দ্রসহ বিভিন্ন বাজার এলাকায় উপস্থিত লোকজনের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
বিতরণকালে সংগঠন নেতারা বাংলাদেশে ফরাসি ব্যান্ডের জনপ্রি পণ্য লাফার্জ সিমেন্ট, টোটাল গ্যাস সিলিন্ডার, বিক রেজর, কসমেটিকস সৌন্দর্যবর্ধক প্রতিষ্ঠান গার্নিয়ার ও লরিয়েল এবং মেডিসিন প্রোডাক্ট সানোফি বর্জনের আহব্বানে জানান। বিতরনী কার্যক্রমে উপস্থিত ছিলেন,উদ্দীপ্ত যুব সংঘের উপদেষ্টা আরিফুর রহমান চৌধুরী পুলক,সৈয়দ রুবেল আলী ফাহিম, সংঘের সভাপতি রুমেল আহমদ, সহ সভাপতি মিটন খান, মিজানুর রহমান ,সহ সাধারণ সম্পাদক সুজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আহমদ,কামরুল ইসলাম টিপন,
সম্পাদক মন্ডলীর সদস্য বেলাল আহমদ তালুকদার,সেবুল আহমদ, সৈয়দ এনাম আলী, জাকির আহমদ, হাফিজ আহমদ,রিয়াদ আহমদ, সুয়েছ আহমদ,সুমন আহমদ,তুহিন আহমদ, মোহাম্মদ জিহান,কামরুল ইসলাম। বিতরনী শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা পূর্বক করা হয়েছে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন। কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কর্তৃক কারো মৌলিক বিশ্বাসের ওপর আঘাত হানা জগন্যতম অপরাধ।সবাইকে সম্মেলিত ভাবে এসব নিকৃষ্ট কর্মকান্ডের বিরেুদ্ধে সোচ্চার হতে হবে।
সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ ভাবে ফরাসি পণ্য বর্জনের বিষয়ে আরোও কঠোর আন্দোলন গড়ে তুলার আহব্বান জানান। উক্ত বিতরনী কার্যক্রমের উদ্দীপ্ত যুব সংষের সকল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মুসলিম উম্মাহের লোকজন উপস্থিত ছিলেন।