রংপুরে নবনির্বাচিত চেয়ারম্যান নিয়ে পরিচিতি সভা

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

রংপুরে নবনির্বাচিত চেয়ারম্যান নিয়ে পরিচিতি সভা

প্রতিনিধি/রংপুরঃঃ

রংপুরের সদ্যপুস্করনী, চন্দনপাট, হরিদেবপুর, তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত তিনজন চেয়ারম্যান ও ৩৬ জন নির্বাচিত সদস্যদের নিয়ে আজ (৩১ অক্টোবর) শনিবার বিকেলে শ্যামপুর ডিগ্রী কলেজ হলরুমে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, রংপুর জেলা পরিষদ সদস্য বাংলাদেশ সন্ত্রাসবাদি সংগঠন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী পারভিন আক্তার।

 

পরিচিত সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও সন্ত্রাস বিরোধী সংগঠন রংপুর জেলা শাখার সন্ত্রাসবিরোধী সম্পাদক লক্ষীন চন্দ্র দাস, হরিদেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, শ্যামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

Spread the love