মহানবী(সাঃ)এর ব্যাঙ্গচিত্র প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

মহানবী(সাঃ)এর ব্যাঙ্গচিত্র প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে বিক্ষোভ

প্রতিনিধি/ফেঞ্চুগঞ্জঃঃ

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)- এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন “স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেঞ্চুগঞ্জ” এর উদ্যোগে আজ ০১ নভেম্বর রবিবার বাদ মাগরিব দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। শত শত ছাত্র-জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মাইজগাঁও সোনালী ব্যাংকের সামনে বিশাল সমাবেশে মিলিত হয়।

 

 

 

সমাবেশে স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেঞ্চুগঞ্জ এর ফাউন্ডার,সমাজসেবী ও রাজনীতিবিদ মুহাম্মাদ আব্দুল খালিক রুহিল শাহ এর সভাপতিত্বে ও সমন্বয়ক ওয়াহিদুজ্জামান খান মামুনের সঞ্চালনায় এবং সহকারী সমন্বয়ক জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যে সূচিত সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-লতিফিয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সদস্য সচিব মাওলানা শামসুদ্দোহা খান রাসেল,সিএনজি সমিতির সাবেক সাধারন সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির অাহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম পাপলু,সাংবাদিক আবুল ফয়েজ খান কামাল।

 

 

 

সমাবেশে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির অাহবায়ক কমিটির সদস্য হাকিম উদ্দীন কয়ছর,মাওলানা মোশাররফ হোসেন খালেদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম অাহবায়ক জাহাঙ্গীর হোসেন,সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক টুটুল আহমদ,উপজেলা বিএনপির অাহবায়ক কমিটির সদস্য হোসাইন আল সালেহী পাপন, সেচ্ছাসেবকদলের যুগ্ম অাহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল,

 

 

 

সাইমান মঞ্জু,জাকারিয়া খান,এস.এম জসীম উদ্দীন,এমরান উদ্দীন,ছাত্রনেতা এহসানুল করিম রাহি, ছাত্রনেতা রাসেল আহমদ শাহ,ছাত্রনেতা আদিল আহমদ সাকিব,স্টুডেন্টস এসোসিয়েশনের দায়িত্বশীল নুরুল আমিন পনিজ,সাইদুল ইসলাম তামিম,সাজিদুল ইসলাম ফাহিম,হোসাইন আহমদ,নোবেল আহমদ, আফজাল হোসেন সাজন,জালাল আহমদ নাঈম,সায়মন আহমদ,মারুফ আহমদ,আব্দুর রহমান রাহিম,সায়েম আহমদ নাহিদ,রিমন আহমদ,

 

 

 

হাফিজ ময়নুল,আলী হোসেন,ফাহাদ আহমদ,মাহবুবুর রহমান মাছুম,আহমদ রাসেল,রেজা আহমদ,হাফিজ আব্দুল হামিদ জীবন,মাহফুজুল করিম,রফিকুল ইসলাম আরিফ,হাসান শাহ,জুয়েল আহমদ,ফালু আহমদ,সুমন আহমদ,জালাল উদ্দীন ইমন,আলমগীর চৌধুরী,হাকিম উদ্দিন, মাহবুব আহমদ,জয়নাল আহমদ,আরিফ উদ্দীন তানিম,ইমরান নুর,আবির আহমদ আকাশ,মাহফুজ হোসেন লুমান শাহ,মাহফুজ উদ্দীন মামুন,আল আমিন,রায়হানআহমদ,ইমরান আহমদ,শাওন আহমদ সফর,সৌরভ আহমদ,সেহান উদ্দীন সেজু,সোহান,আকিব,সুরমান,নয়ন প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930