বিশ্বনাথ বিএনপি নেতাকর্মীর উপর মামলায় খান জামালের নিন্দা

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

বিশ্বনাথ বিএনপি নেতাকর্মীর উপর মামলায় খান জামালের নিন্দা

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানসহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর ওপর পুলিশের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সিলেট জেলা বিএনপির সাবেক সাংগটনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল আহাদ খান জামাল ।

 

 

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বনাথ দশঘর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের দেড়শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে যা অত্যন্ত নিন্দনীয়। বর্তমান আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রাখার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বনাথ উপজেলার ত্যাগী পরিশ্রমী জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের ওপর মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাজানো মামলা দায়ের করেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।

 

 

তিনি অবিলম্বে এধরনের মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় রয়েছে। এরপরও বিএনপি সব চেয়ে জনপ্রিয় দল হিসেবে এখনো দেশের জনগনের হৃদয়ে। যার বাস্তবতায় গত ২৯ অক্টোবর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে বিশ্বনাথের দশঘর ইউনিয়়ন পরিষদ নির্বাচনে এমাদ উদ্দিন খানকে সরকারি দলের শত বাধা বিপত্তির মধ্যে দশঘর ইউনিয়নবাসী চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

 

 

কিন্তু নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সরকার দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে পুলিশ বাহিনীর সহযোগিতায় সরকার দলের নেতাকর্মীরা একটি কেন্দ্রের ভোট বাক্স ছিনিয়ে নেয়ার প্রাক্কালে সাধারণ জনগণ প্রতিবাদী হয়ে তা রক্ষা করে। তাই সরকার দলের প্রার্থীর পরাজয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে পুলিশকে দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়ের করেছে।অামি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031