সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
আবুল ফয়েজ খান কামাল /ফেঞ্চুগঞ্জঃঃ
ফেঞ্চুগঞ্জে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘনায় মারা গেলেন উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক আব্দুল বারিক(৫৫)।নিহত আব্দুল বারিকের বাড়ী ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের কর্মদা গ্রামে।বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় পালবাড়ী বাজারের পাশে এওলা ছড়া ব্রীজের উপর এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহত আব্দুল বারিক পালবাড়ী থেকে বাজার সেরে মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশ্য রওনা দেন। এওলা ছড়া ব্রীজের উপর উঠা মাত্র মোটরসাইকেল নিয়ে তিনি ব্রীজের রেলিং এর উপর পড়ে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।পথচারী ও বাজারের ব্যবসায়ীরা থাকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। দ্রুত এম এ জি উসমানী হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। সদা হাস্যজ্জ্বল আব্দুল বারিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ফেঞ্চুগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২:০০ ঘটিকার সময় জানাযার নামাজ শেসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে সিলেট ৩- আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুস সামাদ কয়েস চৌধুরী বলেন, বারিক আমার অত্যান্ত প্রিয় মানুষ ছিল।দীর্ঘ ত্রিশ বছর ধরে সে আমার সাথে আছে।আমার ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য সে সর্বদা আন্তরিকভাবে কাজ করত।
উল্লেখ্য, মৃত আব্দুল বারিক সংসদ সদস্যের মালিকানাধীন সামাদ প্লাজা ও এম এস সি পার্টি সেন্টারের দায়িত্বে ছিলেন।জানাযার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুস সামাদ কয়েস চৌধুরী।