সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিশ্বনাথে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিশ্বনাথে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালী জাগো’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার গুজবে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের বাসিয়া সেতুর উপর একর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ার প্রেক্ষিতেই তা দিন দিন মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন, সংখ্যালঘু কমিশন গঠন ও প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা, ভাংচুর-অগ্নিসংযোগ, লুঠপাঠ, মন্দির ও প্রতিমা বিনষ্ট, নারীদের শ্লীলতাহানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান রুপক কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমরের পরিচালনায় গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক ডাঃ বিভাংশু গুণ বিভু, সহ সম্পাদক নেপাল দে, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে, উপজেলার দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংক বৈদ্য, দৌলতপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত বৈদ্য, অলংকারী ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ঝুটন চৌধুরী, দেওকলস ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত বৈদ্য, দশঘর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নন্দলাল বৈদ্য, বিশ্বনাথ দুর্গাপুর শশ্মানঘাট কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দে, সংগঠক বিজয় ভোষণ দে, বিরেন্দ্র সরকার, বাবুল মালাকার, অমর পাল, প্রসেনঞ্জিত দে, দিপক দাশ, বিজয় মালাকার, রানু মালাকার, কবির মালাকার, জয় দাশ, অমিত দে, জীবন পাল, পল্বব দাশ, জয় চন্দ্র পাল প্রমুখ নেতৃবৃন্দ।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930