সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় রোপা আমন ধানের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব খাতের অর্থায়নে সোমবার সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রাম সংলগ্ন মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। স্থানীয় কৃষক আব্দুল মন্নাফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, কৃষক আব্দুল হেকিম, টিয়া চাঁন প্রমুখ।