আকবরের ৭দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

আকবরের ৭দিনের রিমান্ড মঞ্জুর

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যকারী এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্ত) ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন। এসময় তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

বিষয়টি নিশ্চিত করেন পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন। তিনি বলেন, আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য পিবিআই আকবরকে জিজ্ঞাসাবাদ করবে। সেই সাথে তার সহযোগীদের সম্পর্কে তথ্য জানতে চাইবে পিবিআই।

 

জানা যায়, এরআগে সোমবার (১০ নভেম্বর) সকালে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগীতায় পুলিশ আকবরকে গ্রেফতার করে। সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031