সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটের জকিগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটককৃতরা হচ্ছে, জকিগঞ্জ উপজেলার উত্তর কুল গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে মোঃ মোস্তাক আহমদ (৩৪) ও একই উপজেলার দিঘালিকা মো. এনাম উদ্দিনের ছেলে মো. সেবুল আহম্মেদ (১৯)।
শনিবার রাতে র্যাব অভিযান চালিয়ে জকিগঞ্জ থানাধীন ইছামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ আদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৯০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।