সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন বুধবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। উপজেলার পূর্বগৌরীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর দুইটা থেকে মাহফিল শুরু হয়ে রাত দুইটা পর্যন্ত চলবে।
ইসলামী মহা সম্মেলনে সভাপতিত্ব করবেন লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন মাওলানা মুফতি শাহ আলম। এছাড়াও বিশেষ অথিতি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী, মাওলানা আব্দুর রহিম কামালপুরী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, চান্দাইরপাড়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সুলতান আহমদ।
লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের ইসলামী মহা সম্মেলনে স্থানীয় সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।