সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছায়ারুন নেছা (৪৫) নামের এক মহিলা ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। চিকিৎসা নিতে এসে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তিনি নিখোঁজ হয়।
ছায়ারুন নেছা শক্তিয়ারগাঁও গ্রামের মমশ্বর আলীর স্ত্রী। শনিবার সকালে ননদ রহিমা বেগমকে সাথে নিয়ে গোবিন্দগঞ্জে একটি ফার্মেসীতে তিনি ডাক্তারের কাছে চিকিৎসা নেন। ডাক্তার দেখানোর পর রিহা টেলিকম নামে একটি দোকানে ভাবী ছায়ারুন নেছাকে বসিয়ে ননদ রহিমা সওদা কিনতে বাইরে যান। পরে ফিরে এসে ভাবীকে না দেখে বিভিন্ন জায়গা ও আত্বীয় স্বজনের বাড়ীতে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। ছায়ারুন নেছা একন মানষিক রোগী বলে জানা গেছে।