ডালের আঘাতে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

ডালের আঘাতে নারী শ্রমিকের মৃত্যু
Spread the love

৮৩ Views

জেলা প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় গাছের ডালপালা ছাঁটাই করার পর বাড়ি ফেরার পথে একটি ডালের আঘাতে মরিয়ম মুন্ডা (৩৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বৈঠাং জালাই এলাকার বিপুল মুন্ডার স্ত্রী।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মেরিনা চা বাগানের ৪নং সেকশনে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাগানের শেড ট্রি (ছায়া বৃক্ষ)-এর ডালপালা ছাঁটাই করছিলেন শ্রমিকরা। কাজ শেষে ফেরার পথে হঠাৎ একটি ডাল মরিয়ম মুন্ডার উপর আছড়ে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

 

মেরিনা চা বাগানের ব্যবস্থাপক মো. রবিউল হাসান জানান, অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় আমাদের চা বাগানের নিয়মিত শ্রমিক মরিয়ম মারা যান। আমরা বাগান কর্তৃপক্ষ তার পরিবারকে সকল ধরণের সহযোগিতা করবো। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031