গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

মোহাম্মদ আব্দুল কুদ্দুছ,গোলাপগঞ্জঃঃ

সিলেটের গোলাপগঞ্জে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে । গোলাপগঞ্জ পৌর নির্বাচনে আওয়ালীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল ও বিএনপির মনোনীত গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

 

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে একে একে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা । এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে মনোয়ন পত্র জমা দিতে উপজেলা প্রাঙ্গনে সমবেত হন। সকাল থেকেই দিনভর উৎসবমুখর ছিল। স্লোগানে স্লোগানে নিজ নিজ প্রার্থীর পক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রকম্পিত করে তোলেন সমর্থকরা।

 

 

পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল এসে জড়ো হয় উপজেলা প্রাঙ্গনে। এসময় গোলাপগঞ্জ -ঢাকাদক্ষিণ সড়কের উপজেলার পরিষদের সম্মুখ থেকে চৌমুহনী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়র পদে ৪জন, কাউন্সিলার পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন।

 

 

দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ালীগের মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রুহেল আহমদ বিপুল নেতাকর্মী সমর্থক নিয়ে মনোয়ন পত্র জমা দিতেন আসেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,

 

 

বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মনজুর সাফি চৌধুরী এলিম, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।

 

 

পরে নৌকার মার্কার সমর্থনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সসম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সসম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।

 

 

সভায় বক্তারা বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, শেখ হাসিনার প্রতিক, আওয়ামীলীগের প্রতিক। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী রুহেল আহমদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ কাজ করুন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

এর আগে বেলা ১১টায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের কাছে মনোয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন-উপজেলা বিএনপির সদস্য রুহেল আহমদ, পৌর বিএনপির আহ্বাহক হাছান এমাদ, সদস্য ছালিক চৌধুরী, মসিউর রহমান মুহি,মিনহাজ চৌধুরী,ডা: আব্দুর রহিম, বুরহান আহমদ চৌধুরী, দুলাল আহমদ,

 

 

পৌর বিএনপির সাবেক সাংগটনিক আখমাম হোসেন চৌধুরী, মামুনুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বাহক তারেক আহমদ চৌধুরী, পৌর যবদল নেতা আব্দুল আজিজ মুন্না, এনাম আহমদ প্রমুখ। দুপুর ১ টায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জামা দেন সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু।

 

 

এছাড়া সাধারন কাউন্সিল পদে ৪৭ জন, মহিলা পদে ১০ জন মনোয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজ শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৪ জন ও সাধারন কাউন্সিল পদে৪৭ জন, মহিলা পদে ১০ জন মনোয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯১৬ জন। আগামী ৩ জানুয়ারি যাচাই বাচাই, ১০ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন, এবং ৩০জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031