আছিরগঞ্জ গণপাঠাগারের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

আছিরগঞ্জ গণপাঠাগারের শুভ উদ্বোধন

প্রতিনিধি /গোলাপগঞ্জঃঃ

বুধবার সন্ধ্যায় গ্রন্থাগার জনগণের বিশ্ববিদ্যালয়’ স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও দৈনিক একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, গোলাপগঞ্জের ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ।

 

 

আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল আজাদ বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার একটি ঐতিহ্যবাহী এলাকা। এ এলাকায় অনেক গুণীজনের জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় এ দুই উপজেলার সংযোগস্থল আছিরগঞ্জে যে গণপাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে তা জ্ঞান-বিজ্ঞান চর্চা ও জ্ঞানের আলো বিতরণে এ পাঠাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, পাঠাগার হচ্ছে আলোকের অভিষারি। এখান থেকে নতুন প্রজন্মকে পাঠ্যোভ্যাস গড়ে তুলে আলো গ্রহণ করতে হবে। তাহলেই একটি আলোকিত সমাজ গঠন সম্ভব হবে। তিনি আরো বলেন এ পাঠাগার আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

 

 

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল কবীর, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালেহ আহমদ, অর্থ সচিব আবু সালেহ মো. ইউসুফ, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লবিবুর রহমান, আছিরগঞ্জ বাজারের ব্যবসায়ী নিয়াজ মাহবুব, কবি এসএম সেবুল, আহ্বায়ক কমিটির সদস্য আবুতাহের মোহাম্মদ ইয়াহইয়া, দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যুলহাসনাইন ওমর ফুরকানী, সাংবাদিক কামরান আহমদ, মাওলানা আব্দুল বাসিত আল হাসান প্রমুখ।

 

 

উপস্থিত ছিলেন সমাজসেবক আজিজুর রহমান মনিয়া, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার আব্দুল খালিক, ঢাকদক্ষিণ সরাকারি কলেজের লাইব্রেরিয়ান মো. খায়রুল ইসলাম সোয়েব, আছিরগঞ্জ গণপাঠাগার আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়োর হোসেন শিবলু, জাহেদ হোসেন, জাহিদ হোসেন, আবু নাইম, জামাল উদ্দিন দুদু, অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান আওলাদ, ইসমাইল হোসেন, আফতাব আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ সমাজসেবক জহিরুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031