সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে যুব সমাজের উদ্যোগে বিশ্ব মঙ্গল কামনায় তিন দিন ব্যাপি অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলার দাশপাড়া আদি কালী বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, এর মধ্য দিয়ে শুরু হয় তিন দিন ব্যাপি অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তনের। আজ বৃহস্পতিবার ২য় দিনে সেখানে হিন্দু ধর্মালম্ভীদের ঢল নামে। আজ ২য় দিনে সকাল হওয়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন স্থান থেকে সংকীর্ত্তণে আসেন সনাতনী হিন্দু ধর্মালম্বীরা। প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দের পদাচরণে মুখরিত উৎসব অঙ্গন। এদিকে, নিরাপত্তার স্বার্থে সারা আঙ্গিনা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মহাউৎসব পরিচালনা করছেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রী অদ্বৈতধাম থেকে আগত গদাধর দাস বৈষ্ণব। আগামী কাল শুক্রবার সকাল ৮ টায় কলঙ্ক মোচন, ১১ টায় দধিভান্ড ভঞ্জন ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত ঘটবে এই নাম লীলা সংকির্ত্তনের।
অষ্টপ্রহর নাম ও লীলা পরিবেশন করছেন,
ভারত থেকে আগত শ্রীযুক্ত জগন্নাথ দাস গোস্বামী।
ভারত থেকে আগত শ্রীযুক্ত সুষেন বৈদ্য।
ভারত থেকে আগত শ্রীযুক্তা অশোকা দাসী লস্কর ।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্রীযুক্ত মুক্তপদ দাস।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্রীযুক্ত নিখিল দেবনাথ।