সিলেট ১৫ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রতিনিধ/বালাগঞ্জ
বালাগঞ্জের পূর্ব গৌরীপুর লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের উদ্যোগে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব ও দারুল আরকাম লতিফিয়া মাদরাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর ২টা শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত স্থানীয় কায়েস্থঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে সংগঠনটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং শেখ মো. বদরুল আলম ও এস.এম. মনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা মুফতি শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী, মাওলানা আব্দুর রহিম কামালপুরী।
এছাড়াও বয়ান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, চান্দাইরপাড়া সুন্নিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সুলতান আহমদ, মাওলানা মামুনুর রশিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ ফাতির আহমদ, মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আজমল বেগ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, লতিফিয়া পরিষদের সহ-সভাপতি মো. জিল্লুল হক, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, হাফিজ নূরুল ইসলাম, শেখ জাহেদুর রহমান, শেখ রেদওয়ান হোসেন, সালাহ উদ্দিন, শেখ আলী হায়দার, শেখ শাহজাহান, মো. মনজুর হোসেন, দেলোয়ার হোসেন, হাফিজ আব্দুল মালিক, মারুফ আলম মিজু তালুকদার, হাফিজ রাশেদুজ্জামান, রাজু আহমদ তালুকদার, মাছুম আহমদ, কামাল আহমদ, প্রমুখ।