সিলেট ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আবুল ফয়েজ খান কামাল, ফেঞ্চুগঞ্জঃঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের কলেজ রোডে মনিপুর চা বাগানের প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ৩৬০ আওলিয়ার অন্যতম সহযোগি হয়রত শাহ কুতুব উদ্দিন (রহঃ) এর মাজারে ২ দিন ব্যাপি বাৎষরিক উরুস মোবারক সম্পন্ন হয়েছে। ৭ ও ৮ ফেব্রুয়াারি শুক্র ও শনিবার মাজারে গিলাফ প্রধানের মাধ্যমে শুরু হয়ে পবিত্র কোরআন খতম, জিকির আছগার, মিলাদ মাহফিল ও তবারুক বিতরনের মাধ্যেমে উরুস মোবারক সম্পন্ন হয়।
এতে উপ¯ি’ত ছিলেন হয়রত শাহজালাল (রহঃ) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি শেখ ফরিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রসুল জিতু, সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, মাজারের খাদিম মোঃ মছজ্জির আলী। উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমান খলা মিয়া, মোঃ আব্দুল্লাহ ভাগন, আব্দুর রব ডলু মিয়া, মোঃ সাজাদ মিয়া। উরুস পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল আহমদ কর্নেল, মোঃ ফখরুল ইসলাম, সফিক মেম্বার, সাধারণ সম্পাদক মোছলে উদ্দিন মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফয়েজ খান কামাল, নাইমুজ্জামান কয়েছ, মাহফুজুর রহমান মামুন, মোঃ খছরু মিয়া, মোঃ রিপন আহমদ, শাজাহান ছাদি, ফহিম আহমদ শুভ, মোঃ শিপার আহমদ, ফয়জুল ইসলাম এপলু সহ হাজার হাজার ভক্ত ও আসেকানবৃন্দ।