মানব পাচার ট্রাইব্যুনালের পিপি হলেন মোসাহিদ আলী

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

মানব পাচার ট্রাইব্যুনালের পিপি হলেন মোসাহিদ আলী

স্টাফ রির্পোটারঃঃ

সিলেটের মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোসাহিদ আলী। এরআগে তিনি ২০০৯ সাল থেকে সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালতের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এছাড়াও তিনি ২৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।অ্যাডভোকেট মোসাহিদ আলী ১৯৬০ সালে সিলেটের বিশ্বনাথের বিশঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে রসায়ন বিজ্ঞানে সম্মান ডিগ্রী অর্জন করেন।

 

১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৮৯ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। এছাড়া ১৯৯৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930