রংপুরে সরকারী উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

রংপুরে সরকারী উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি

প্রতিনিধি/রংপুরঃঃ

রংপুর নগরীর মাহিগন্জে অবস্থিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সরকারীভাবে চালু করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)বেলা ১২ টায় জেলা প্রশাসক ও সিটি মেয়র বরাবর রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে স্মারকলিপি পেশ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী,কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান,বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন,মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ,বাংলাদেশ শিক্ষক সমিতির প্রাক্তন জেলা সাধারন সম্পাদক বনমালী পাল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মাফিজুল ইসলাম মান্টু,সাবেক ছাত্রনেতা ও রাজনীতিক পলাশ কান্তি নাগ,শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, শিক্ষানবীশ আইনজীবী নাসির উদ্দিন সুমন,স্বপন রায়,সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার প্রমুখ।

 

 

বক্তারা বলেন,দীর্ঘদিন যাবৎ মাহিগন্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে। ফলে মাহিগন্জসহ পাশ্ববর্তী অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বেসরকারী উদ্যোগে হাসপাতাল পরিচালিত হলে মুনাফা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। যা কোনভাবেই কাম্য নয়। অত্র এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারী উদ্যোগে হাসপাতালটি পরিচালনার দাবি জানিয়ে আসছে।

 

 

গণদাবিকে উপেক্ষা করে বেসরকারী খাতে হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত আত্মঘাতি।বক্তারা,অবিলম্বে গরীব সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারী উদ্যোগে হাসপাতাল পরিচালনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930