সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
প্রতিনিধি/রংপুরঃঃ
রংপুর নগরীতে ইসলামিক ফাউন্ডেশন’র রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা, বৃহস্পতিবার সকাল ১০ টায় রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল ইসলাম পিএইচডি, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান সম্পর্কে আলোকপাত করেন। দেশ গঠনে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান অতিথিগণ।